Saturday, May 11, 2024
বিনোদন

ঝড়ের তান্ডবে আশ্রয়হীন হয়ে পড়েছে পথপশুরা, ভারাক্রান্ত ঋত্বিকা সেন

বাঙুর: গতবছরের আমফানের থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক ছিল গোটা রাজ্য। সতর্ক থাকার ফলে জীবনহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো গিয়েছে। আগাম সর্তকতা হিসেবে শহর কলকাতার বিভিন্ন এলাকার বড় বড় গাছ কেটে ছোট করে ফেলা হয়েছিল। খুলে ফেলা হয়েছিল বিজ্ঞাপনের বড় হোর্ডিং। তা সত্বেও পূর্ব কলকাতার বাঙুরে উপড়ে পড়েছে বহু গাছ। এমনটাই জানালেন ওই এলাকার বাসিন্দা তথা জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা সেন।

অভিনেত্রী জানান, ২০২০ সালের মে মাসের দিকে করোনার প্রথম ঢেউয়ের সঙ্গেই এসেছিল আমফান। যার ক্ষত এখনও টাটকা। ২০২১ সালে ভয়াবহ রূপ নিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। তার উপর ঘূর্ণিঝড় ইয়াসের দাপট। বহু গাছ উপড়ে পড়লেও যানমালের তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মৃত্যুর খবরও শোনা যায়নি।

অভিনেত্রী সবথেকে বেশি ব্যাকুল পথপশু এবং রাস্তার কুকুর, বিড়ালদের নিয়ে। তিনি নিজেও পশুপ্রেমী। পথকুকুর, বিড়াল ভীষণ প্রিয় তাঁর। তাঁর অনুরোধ, পারলে নিজের বাড়ি বা ফ্ল্যাটের নীচে পথপশুদের একটু জায়গা দিন। ঝড় কমলে, পরিস্থিতি স্বাভাবিক হলে ওরা আবার নিজেদের জায়গায় ফিরে যাবে।

ইয়াসের পাশাপাশি অতিমারি নিয়েও খুব চিন্তিত ঋত্বিকা। তাঁর এলাকায় ইতিমধ্যেই ৫০০ জন করোনা আক্রান্ত। কিছুতেই আটকানো যাচ্ছে না সংক্রমণ। অভিনেত্রী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী দিনে ভয়াবহ অবস্থা হবে এলাকাবাসীর।