Friday, April 26, 2024
আন্তর্জাতিক

পরীক্ষামূলক হাইড্রোজেন বোমা বিস্ফোরণে উত্তর কোরিয়ায় নিহত ২০০

উত্তর কোরিয়ায় হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সময় কমপক্ষে ২০০ জন নিহত হয়েছে। জাপানের টিভি চ্যানেল আসাহি এ খবর জানিয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, চলতি মাসে উত্তর কোরিয়ার পাঙ্গি-রি এলাকায় ফের একটি শক্তিশালী হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটানো হয়। ওই এলাকায় এর আগেও একবার পরীক্ষামূলক হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
প্রতিবেদনে জানানো হয়, প্রায় দুই মাস আগে ঘটে যাওয়া দু্র্ঘটনার কথা জানা যায় মঙ্গলবার। জাপানের টিভি আসাহি প্রচারিত খবর অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর মাটির নিচে ষষ্ঠ তথা এযাবত কালের তীব্রতম বিস্ফোরণ ঘটায় উত্তর কোরিয়া। ঘটনার পর পরই পাংগ্যে-রি অঞ্চলের পরীক্ষা কেন্দ্রে একটি সুড়ঙ্গে ধস নামে। তাতে চাপা পড়েন ১০০ কর্মী। তাদের উদ্ধার করার সময় দ্বিতীয় বার ধসে পড়ে সুড়ঙ্গের ছাদ। ঘটনায় মারা যান মোট দু’ শ’র বেশি মানুষ।
স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ওই বিস্ফোরণের পর পুরো একটা পর্বত দেবে গেছে। কোরিয়ার ষষ্ঠ পরমাণু পরীক্ষার পরের দিন পুনগুয়ে-রি নামে একটি পরীক্ষা কেন্দ্রে ওই ঘটনা ঘটে।
চীন সীমান্ত ঘেঁষা ওই পার্বত্য অঞ্চলের ভূগর্ভে বিস্ফোরণ ঘটানো নিয়ে আগেই সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা। তারা আগেই সতর্ক করেছিলেন,হাইড্রোজেন বোমা বিস্ফোরণের তীব্রতায় কোনো ভাবে পাহাড় ধসে পড়লে বায়ুমণ্ডলে তেজষ্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।