আপত্তি উড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে বসছে সিসিটিভি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা বাংলা। মৃতের পরিবারের দাবি, Ragging এর জেরেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। এদিকে UGC এর গাইডলাইন মেনে হোস্টেলে সিসিটিভি ক্যামেরা নেই কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র-ছাত্রীর মধ্যে সিসিটিভি ক্যামেরা নিয়ে আপত্তির ভিডিও ভাইরাল হয়েছে। তবে ছাত্র-ছাত্রীদের সেই আপত্তি উড়িয়ে যাদবপুরে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ।
বুদ্ধদেব সাউ জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ৫টি গেট, প্রতিটি হোস্টেলে প্রবেশের মুখে এবং সব বিভাগের প্রতি তলায় সিসি ক্যামেরা বসানো হবে।
তিনি আরও বলেন, প্রত্যেক ভবনের এন্ট্রি পয়েন্টে সিসি ক্যামেরা থাকবে। এছাড়া করিডোরে সিসি ক্যামেরা বসানো যায় কিনা, সে বিষয়ে আলোচনা চলছে।
উল্লেখ্য, প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনার পরে জুনিয়রদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।