Friday, December 8, 2023
দেশ

‘চন্দ্রযান ৩’ এর সাফল্য কামনায় নামাজ, উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসায় দেখানো হবে অবতরণ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিহাস গড়ার দোরগোড়ায় ভারত। বুধবার সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদের মাটিতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম। চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় নামাজ পড়লেন লখনউয়ের ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ায় খুদে পড়ুয়ারা।

লখনউয়ের ইদগাহের খালিদ রশিদ ফিরঙ্গি মাহালি জানান, দারুল উলুম ফারাঙ্গি মহল ইদগাহে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। তাতে মাদ্রাসার পড়ুয়ারা অংশগ্রহণ করে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, রাজ্যের সমস্ত মাদ্রাসায় চন্দ্রযান ৩ এর ল্যান্ডিংয়ের সরাসরি সম্প্রচার করা হবে।

উল্লেখ্য, বুধবার ভারত যদি চাঁদের দক্ষিণ মেরুতে সফল ল্যান্ডিং করতে পারে তাহলে বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে অবতরণের নজির গড়বে ভারত।

চন্দ্রযানের সাফল্য কামনায় দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থনা চলছে। কলকাতা, ভুবনেশ্বর, প্রয়াগরাজ, বারাণসী, মুম্বই, ভদোদরা, মোরাদাবাদ-সহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে পুজো-অর্চনা, যজ্ঞ, হোম। শুধু ভারত নয়, বিদেশেও পুজো করেছেন প্রবাসী ভারতীয়রা।