Friday, April 26, 2024
জীবনযাপন

মায়ের রক্তচাপই বলে দেবে সন্তানের লিঙ্গ !

মায়ের রক্তচাপই বলে দেবে, অনাগত সন্তান পুত্রসন্তান জন্ম হবে নাকি কন্যা সন্তান! সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘জার্নাল অব হাইপারটেনশন’ চিকিৎসকরা অন্তঃসত্ত্বা নারীর ওপরে এই সমীক্ষা চালিয়েছেন। সমীক্ষায় চিকিৎসকরা সন্তান জন্ম নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত গর্ভবতী মায়েদের রক্তচাপ পরীক্ষা করে ও একটা ডাটা তৈরী করেন।

রক্তচাপ ছাড়াও কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এবং গ্লুকোজ় ও হরমোনের মাত্রার পরীক্ষা করা হয়। গর্ভবতী হওয়ার প্রায় ২৬ সপ্তাহ আগে তাদের নজরদারিতে রাখা হয়। শিশু জন্মগ্রহনের পরে উঠে আসে, যেসব মহিলাদের শরীরে রক্তচাপ বেশি, তাঁরা বেশিরভাগ ক্ষেত্রে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। এবং কম রক্তচাপ থাকা মহিলারা বেশিরভাগ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

সূত্র : টেলিগ্রাফ