Wednesday, November 26, 2025
রাজ্য​

‘শরীর ভালো নেই, দিল্লিতে যেতে পারবো না’, ফের ইডির তলব এড়িয়ে গেলেন সুকন্যা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে গরু পাচার মামলায় তিহার জেলে ইডি হেফাজতে রয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিকে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলকে (Sukanya Mondal) বারবার দিল্লিতে তলব করেছে ইডি। কিন্তু তিনি প্রত্যেকবার তলব এড়িয়ে যাচ্ছেন তিনি।

এবার সুকন্যা ইডিকে ইমেইলে জানিয়েছেন, ‘তার শরীর খারাপ। তাই তিনি দিল্লি যেতে পারবেন না।

ইডি সূত্রে খবর, অনুব্রত মন্ডল এবং তার মেয়ের কথায় অসঙ্গতি খুঁজে পাওয়া গেছে। তাই সামনাসামনি বসিয়ে জেরা করা হবে বাবা এবং মেয়েকে। সেজন্য এবার ইডির তরফে জানানো হয়েছিল, এবার সুকন্যা তলব এড়িয়ে গেলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সুকন্যার মেইল পেয়ে এবার ইডির তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার।