Sunday, May 5, 2024
দেশ

২০১৯ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ২২ আসন জিতবে

নয়াদিল্লি: সর্বভারতীয় বিজেপির সভাপতি অমিত শাহ দাবি করেছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পশ্চিমবঙ্গ থেকে ২২ টি আসনে বিজেপি জয় লাভ করবে। শনিবার সন্ধ্যায় অমিত শাহ-করা টুইটে ইতিমধ্যেই আলোচনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও তৃণমূলের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন উল্টো দাবি করেছেন যে, পশ্চিমবঙ্গে ২২ টা আসন তো অনেক দূরের আশা বিজেপি একটা আসনেও জয় পাবে না।

বিজেপি দলীয় সূত্রের খবর, সম্প্রতি বিজেপি রাজ্যে কয়েক দফায় সার্ভে পরিচালনা করেছে। বিশ্ব সেরা সার্ভে সংস্থা ছাড়াও দলীয়ভাবে করা ওই সার্ভে রিপোর্টে ২২ থেকে ২৫ টি আসনে বিজেপির জয় পাওয়ার প্রবল সম্ভাবনার কথা উঠে এসেছে। সেই সার্ভে রিপোর্টের ভিত্তিতেই শনিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির শক্ত অবস্থান তৈরির আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধা। দিল্লির ওই অনুষ্ঠান শেষে সন্ধ্যার আগে অমিত শাহ ফের নির্দিষ্ট করে ২২ আসনে জয় পাওয়ার সম্ভাবনার কথা টুইট করেন।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৪২ আসনের থেকে বিজেপি মাত্র ২ টি আসনে জয় পায়। অপর দিকে বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ৩৪ আসনের নিজেদের আধিপত্য বজায় রাখে। জাতীয় কংগ্রেস ৪ এবং বামফ্রন্ট মাত্র ২ আসনের প্রার্থী নির্বাচিত হন।