Sunday, May 12, 2024
রাজ্য​

‘বাংলার পরিস্থিতি সাংঘাতিক’, অভিযোগ NCPCR প্রধান প্রিয়াঙ্ক কানুনগোর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তিলজলা শিশুকন্যা খুনের ঘটনার তদন্তে কলকাতায় এসেছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোর। তাকে রাজ্য পুলিশ মারধর করেছে বলেছে অভিযোগ করেছেন তিনি। এরপরেই পশ্চিমবঙ্গের পরিস্থিতি সাংঘাতিক বলে অভিযোগ করেছেন তিনি।

উল্লেখ্য, শুক্রবার নিহত শিশু কন্যার বাড়িতে গিয়েছিলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (NCPCR) চেয়ারম্যান প্রিয়ঙ্ক কানুনগো (Priyank Kanoongo)। এসময় সেখানে উপস্থিত হয় রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে সুদেষ্ণা রায়, অনন্যা চক্রবর্তীরা। রাজ্য এবং জাতীয় কমিশনের সঙ্গে এক প্রস্থ সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।

এরপর তিলজলা থানায় নিয়ে যাওয়া হয় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোকে। প্রিয়াঙ্ক কানুনগো অভিযোগ করেন, তাঁকে পুলিশ মেরেছে। পুরো ঘটনাটি তিনি বডি ক্যামে রেকর্ড করেছিলেন, কিন্তু ক্যামেরা পুলিশ ছিনিয়ে নিয়েছে।

সাংবাদিক সম্মেলন করে প্রিয়াঙ্ক কানুনগো অভিযোগ করেন, “বাংলার পরিস্থিতি সাংঘাতিক। পুলিশ আমাকে মেরেছে। এটা ভাবাই যায় না।”

জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানের অভিযোগে দেশজুড়ে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে রাজ্য পুলিশ এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।