Thursday, November 13, 2025
আন্তর্জাতিক

বাংলাদেশের দিনাজপুরে দুই দিনে তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুর

ঢাকা: বাংলাদেশের দুই দিনে তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল। বাংলাদেশের দিনাজপুর জেলার চিরিবন্দর থানাধীন ৭ নং আউলিয়া পুকুর ইউনিয়নের ছোটবাউল গ্রামে সত্যেন চন্দ্র রায়ে পারিবারিক মন্দিরে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাঙচুর। রীতিমতো তান্ডব চালিয়ে মনসা এবং শিব মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

উল্লেখ্য, এই ঘটনার মাত্র একদিন আগে একই ইউনিয়নের স্থানীয় শ্রী শ্রী মা চিবুকা দেবী সার্বজনীন কালী পূজা মন্ডপ এবং বৈদেশির হাট কালী মাতার মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে। অর্থাৎ একইদিনে একযোগে দুইটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল।

একই এলাকায় টানা তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, এটি অবশ্যই সাম্প্রদায়িক চক্রের সুদূরপ্রসারী একটি চক্রান্ত। তাঁরা এই চক্রান্তের সাথে যারা সরাসরি জড়িত এবং যারা পিছন থেকে কলকাঠি নাড়ছে তাদের দ্রুত গ্রেফতারের  দাবি জানিয়েছে।

স্থানীয়রা এলাকার সকল মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে, প্রতিটি মন্দিরে সিসিটিভির ব্যবস্থা করার। পাশাপাশি, পালা করে নিজেদের মন্দির নিজেরা রক্ষার জন্য পাহারার দায়িত্ব নেওয়ার।