এবার এক মঞ্চে মোদী এবং দেব, জল্পনা তুঙ্গে
কলকাতা: নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তবে দলীয় কোনও কর্মসূচি উপলক্ষ্যে নয়। জানা গিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি সরকারি কর্মসূচি উপলক্ষ্যে হলদিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
ওই অনুষ্ঠান আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি, আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাবা তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari), তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী, ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী দেব। আমন্ত্রণপত্র প্রকাশ্যে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি।
জানা গিয়েছে, ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় দু’টি প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, শিলান্যাস করবেন একটি প্রকল্পের। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে আয়োজিত ওই অনুষ্ঠান পুরোপুরি অরাজনৈতি। তবে সাংসদ শিশির অধিকারী এবং দেবকে আমন্ত্রণ জানানোয় বিধানসভা ভোটের আগে সরগরম বঙ্গ রাজনীতি। যদিও প্রোটোকল মেনেই এই অনুষ্ঠানে সাংসদদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে। দিব্যেন্দু অধিকারী ওই অনুষ্ঠানে যাবেন বলেও ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, গোটা অধিকারী পরিবারের সাথেই দূরত্ব বেড়েছে তৃণমূলের। তাহলে এবার কি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)? প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ফের দলবদলের নয়া কোনও সমীকরণ তৈরি হয় কি না সেটাই দেখার। সূত্রের খবর, আগামী ১০ ফেব্রুয়ারি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাত করবেন দিব্যেন্দু। সাক্ষাতের পরেই কি ইস্তফা দেবেন দিব্যেন্দু? তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।


