Wednesday, May 1, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশের সংসদে ৫০টি আসন সংরক্ষণের দাবিতে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের সংসদে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য ৫০টি আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট (Bangladesh Jatiya Hindu Mohajote)। দাবি মেনে নেওয়া না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায় ভোট বর্জন করবে বলে জানিয়েছে জাতীয় হিন্দু মহাজোট।

সংসদে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই দাবি জানান তাঁরা। শনিবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধনে করেন সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা জানিয়েছেন, দেশে বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনসহ নানা কারণে তাঁরা দেশত্যাগ করতে বাধ্য হয়েছে। অথচ সংখ্যালঘুদের সমস্যা সমাধানে জাতীয় সংসদ নীরব ভূমিকা পালন করেছে। কেননা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে কেউ নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি পূরণ হয়নি।

শনিবারের মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি দীনবন্ধু রায়, সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক, সিনিয়র সহসভাপতি প্রদীপ কুমার পাল ও দফতর সম্পাদক কল্যান মন্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন।