Thursday, September 19, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশের বরিশালে ১৫০ বছরের পুরোনো মন্দিরে আগুন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের বরিশালে ১৫০ বছরের পুরোনো শ্রী শ্রী মহামায়া মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর রাত ৪টা নাগাদ এই ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে বরিশাল মহানগর পুজো উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বলেন, ‘মন্দিরটির আশপাশে হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস নেই। আমরা আগুনে ভস্মীভূত মন্দিরটি পরিদর্শন করেছি। ঐতিহ্যবাহী ১৫০ বছরের অধিক পুরোনো মন্দিরটি পুড়ে যাওয়ার ঘটনা মেনে নিতে পারছি না। সন্ধ্যার পর মন্দিরের সব সুইচ বন্ধ থাকে, তাহলে কিভাবে আগুন লাগলো? এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’

এদিকে, পুলিশের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনায় মন্দিরের প্রায় ৫৬ হাজার টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, ১৮৭০ সালে শ্রী শ্রী মহামায়া মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। পরে ২০১০ সালে মন্দিরটি পুনঃসংস্কার করা হয়। তথ্যসূত্র: বরিশাল নিউজ, বরিশাল ক্রাইম নিউজ