Wednesday, October 9, 2024
দেশ

দেশের সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বলছে সমীক্ষা; মমতা কত নম্বরে?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: টানা তৃতীয়বার দেশের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর তকমা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুকুটে। সম্প্রতি ইন্ডিয়া টুডের ‘মুড অফ দ্য নেশন’-এর সমীক্ষা অনুযায়ী, দেশের ৩৩ শতাংশের বেশি মানুষ যোগীকে দেশের সেরা মুখ্যমন্ত্রী মনে করেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দেশের ১৩.৮ শতাংশ মানুষ আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেন। 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ৯.১ শতাংশ মানুষ মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেন। চতুর্থ স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। পঞ্চম স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু।

তালিকায় এরপরে রয়েছেন যথাক্রমে– বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, মহারাষ্ট্রের একনাথ শিন্ডে, কর্নাটকের সিদ্দারামাইয়া, অসমের হিমন্ত বিশ্বশর্মা, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামী।

যোগী আদিত্যনাথের এত জনপ্রিয়তার কারণ হিসেবে উঠে এসেছে একাধিক কারণ। মানুষের দাবি, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর গত সাড়ে ৭ বছরে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। অপরাধ দমনে অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি।