Thursday, September 19, 2024
রাজ্য​

আরজি কর কান্ডে রাজ্য সরকারের পদক্ষেপে অসন্তুষ্ট, বঙ্গরত্ন ফেরালেন বিশিষ্ট সাহিত্যিক পরিমল দে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরজি কর কান্ডে আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে। এবার আরজি কর কান্ডে রাজ্য সরকারের পদক্ষেপে অখুশি, মমতার হাত থেকে নেওয়া বঙ্গরত্ন ফেরালেন আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষক-লেখক পরিমল দে। এমনকি পুরষ্কার হিসেবে পাওয়া এক লাখ টাকাও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রবিবার সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেন পরিমল দে। ২০১৯ সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে বিশিষ্ট এই শিক্ষক-লেখকের হাতে বঙ্গরত্ন সম্মান তুলে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।