Wednesday, April 23, 2025
Latestকলকাতা

কেউ কিছু করতে পারবে না, আপনাদের পাশে রয়েছে দিদি-গোটা সরকার, ওদের ফাঁদে পা দেবেন না: মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতার রেড রোডে ঈদের নামাজের মঞ্চ থেকে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, মুসলিম সম্প্রদায় একা নয়—তাঁদের পাশে রয়েছে গোটা সরকার। তাঁর বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান এবং সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উঠে আসে।

সম্প্রীতির বার্তা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা এটা ভাববেন না যে আপনাদের সঙ্গে কেউ কিছু করতে পারবে। গোটা সরকার আপনাদের পাশে আছে।” তিনি ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, “আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি খ্রিস্টান, আমি ভারতীয়। আপনি কী করতে পারবেন?” তাঁর এই মন্তব্য ধর্মীয় সম্প্রীতির প্রতি তাঁর প্রতিশ্রুতিকে স্পষ্ট করে তোলে।

হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে আক্রমণ

মুখ্যমন্ত্রী সরাসরি হিন্দুত্ববাদী শক্তির উদ্দেশ্যে বলেন, “এরা কী চায়? ডিভাইড অ্যান্ড রুল চায়? আমি চাই না। আমার জীবন দেশের জন্য উৎসর্গিত। আমি সমস্ত ধর্ম, জাতি ও সম্প্রদায়ের জন্য কাজ করি।” তিনি জনগণকে সাম্প্রদায়িক বিভাজনের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেন এবং বলেন, “এটাই ওদের পরিকল্পনা। এটা ওদের প্ল্যান্টেড গেম। এই ফাঁদে পা দেবেন না। ওদের ছোঁয়াও উচিত নয়।”

রাষ্ট্রপতি শাসন ইস্যুতে কটাক্ষ

সাম্প্রতিক কিছু ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “চারটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে বলে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলা হচ্ছে। আমি বললাম, মণিপুরে কী হয়েছে? উত্তরপ্রদেশে কী হয়েছে? বিহারে কী হয়েছে? রাজস্থানে কী হয়েছে?” তাঁর এই বক্তব্যের মাধ্যমে তিনি কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে অন্য রাজ্যের সঙ্গে তুলনা করেন।

সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, তিনি কোনো দাঙ্গা চান না এবং মুসলিম সম্প্রদায়কে উসকানিতে পা না দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, “কেউ প্ররোচনা দিলে তার পায়ে পা লাগাবেন না। যারা চিৎকার করে তাদের চিৎকার করতে দিন, কিন্তু ওদের ছোঁবেন না। ওদের ছুঁলে ওরা গুরুত্ব পেয়ে যায়।”