Saturday, April 27, 2024
দেশ

বিহারে বিজেপির বাড়বাড়ন্তের জন্য নীতিশ কুমারই দায়ী: ওয়াইসি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিহারে বিজেপির বাড়বাড়ন্তের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও জেডি(ইউ) নেতা নীতীশ কুমারকেই (Nitish Kumar) দায়ী করলেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। ওয়াইসি অভিযোগ করেছেন, বিহারে AIMIM বিধায়কদের ভুল বুঝিয়ে আরজেডি (RJD)-তে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejaswi Yadav)।

ওয়াইসি বলেন, “নীতীশ কুমার বলছেন AIMIM হল মুসলিম সম্প্রদায়ের একটি রাজনৈতিক দল। আমি তাঁকে বলতে চাই, তাঁর দৌড় শুধুমাত্র কুর্মি ও কুশওয়ার মধ্যে সীমাবদ্ধ। বিহারে বিজেপি শক্তিশালী ও তাদের বাড়বাড়ন্তের জন্য নীতীশ কুমারই দায়ী। আমি মানুষদের বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করতে এসেছি। ইতিহাস যখন লেখা হবে তখন উল্লেখ করা হবে বিজেপির শক্তিশালী করার পিছনে নীতিশ কুমারের বিরাট অবদান রয়েছে। গুজরাট দাঙ্গার সময় নীতিশ কুমার রেলমন্ত্রী ছিলেন।”

বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে আক্রমণ করে হায়দরাবাদের সাংসদ বলেন, “২০২০ সালের বিধানসভা নির্বাচনে আমরা পাঁচটি আসন জিতেছিলেন। কিন্তু, আরজেডি টাকার লোভ দেখিয়ে আমাদের ৪ জন বিধায়ককে কিনে নিয়েছে। আমি তাদের বলতে চাই তারা বিধায়ক কিনতে পারে কিন্তু, মানুষের সমর্থন কিনতে পারবে না।”