তৃণমূলে ফের বড়সড় ভাঙন ধরাতে ১২ জানুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ
কলকাতা: গত শনি ও রবিবার দু’দিনের বাংলা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহকে প্রণাম করে বিজেপিতে যোগ দেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে যোগ দেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল, প্রাক্তন তৃণমূল সাংসদ দশরথ তিরকে, উত্তর কাঁথির বিধায়ক বনশ্রী মাইতি, হলদিয়ার বিধায়ক তপশ্রী মণ্ডল, ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, কালনার বিধায়ক বিশ্বজিত কুণ্ডু, বিধায়ক সৈকত পাঁজা, গাজোলের বিধায়ক দীপালি বিশ্বাস, প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ৬ নেতাও এদিন যোগ দেন বিজেপিতে।
আবার ঘাসফুল শিবিরে বড়সড় ভাঙন ধরাতে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। রাজ্য বিজেপি জানিয়েছে, জানুয়ারিতে ফের পশ্চিমবঙ্গে সফরে আসছেন অমিত শাহ। বিবেকানন্দের জন্মজয়ন্তীতে রাজ্যে আসবেন তিনি। রাজ্য বিজেপির তরফে দাবি করা হয়েছে, অমিত শাহের এবারের সফরে তৃণমূলে গতবারের চেয়ে বড়সড় ভাঙন ধরবে।
উল্লেখ্য, গত রবিবারই অমিত শাহ বলেছিলেন, জানুয়ারিতে ফের বাংলায় আসবেন তিনি। সেই অনুযায়ী তাঁর পরবর্তী সফরসূচি ঘোষণা করে ফেলল বিজেপি। বরিষ্ঠ এক বিজেপি নেতা জানান, আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে ফের রাজ্যে আসছেন অমিত শাহ।
ওই বিজেপি নেতা আরও জানান, অমিত শাহ একটি কর্মিসভাও করবেন। সভায় জায়গা এখনও চূড়ান্ত হয়নি। তবে বিজেপি হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সভা করতে ইচ্ছুক বলে জানা গিয়েছে। বিজেপির দাবি, ওই সভায় বড় মাপের যোগদান হতে চলেছে গেরুয়া শিবিরে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

