রানিগঞ্জে তৃণমূল, বাম, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৩৮০০ কর্মী
আসানসোল: ২৯৪টি বিধানসভা আসনের মধ্য়ে ২২৭টি দখল করে প্রায় ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়। নয়া ইতিহাস তৈরি করে ফেলেন। তবে আসন্ন বিধানসভা ভোটের আগে তৃণমূলের নেতা-মন্ত্রীরা যেভাবে বেসুরো হচ্ছেন, তাতে মমতার মসনদে টিকে থাকা অন্য়তম বড় চ্য়ালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
এবার আসানসোলে (Asansol) তৃণমূলে ভাঙন ধরলো। সোমবার আসানসোলের রানিগঞ্জে (Raniganj) তৃণমূল, বাম, কংগ্রেস-সহ অন্যান্য ছোট দল থেকে প্রায় ৩৮০০ কর্মী যোগ দিল বিজেপিতে। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যোগদানের বিষয়টি নিয়ে টুইটও করেছেন দিলীপবাবু।
উল্লেখ্য, শুভেন্দু বিজেপিতে যোগদানের পরই বার্তা দিয়েছিলেন। বলেছিলেন, তৃণমূলে ভাঙন ধরাবেন এবং বিজেপিতে যোগদানের ধারা অব্যাহত থাকবে। কথামতো কাজ করে চলেছেন তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় যোগদান মেলা করে বিরোধীর কর্মীদের দলে টেনে নিচ্ছে গেরুয়া শিবির। সোমবার আসানসোলে বিরাট সংখ্যক কর্মীকে দলে যোগদান করালো পদ্ম শিবির। যা আসন্ন বিধানসভা ভোটের আগে বিজেপিতে আশা জোগাবে।
উল্লেখ্য, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় ১৮ টি আসন পাওয়ার পর আসন্ন বিধানসভা ভোটে জয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে। বিধানসভা ভোটে জিততে মরিয়া গেরুয়া শিবির। তৃণমূলকে এক ইঞ্চি জায়গা ছাড় দিতে না নারাজ বিজেপি। তাই ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক চাপানউতোর ততই বাড়ছে।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।