Sunday, May 5, 2024
দেশ

‘ওরা বজরংবলিকেও বন্দি করতে চায়’, কংগ্রেসকে তোপ মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা ভোট। মঙ্গলবার কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে জানিয়েছে, কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় এলে বজরং দলকে নিষিদ্ধ করা হবে। উল্লেখ্য, বজরং দল সঙ্ঘ পরিবারের সংগঠন। এ বিষয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেসকে বিঁধে মোদী বলেন, “যে সময় আমি হনুমানজির ভূমিতে এসেছি তাঁকে সম্মান জানাতে, সেই সময় কংগ্রেস ঠিক করেছে তাঁরা বজরংবলিকেও বন্দি করে রাখবে।”

নরেন্দ্র মোদী বলেন, “এতদিন জানতাম ওদের সমস্যা শুধু প্রভু রাম চন্দ্রকে নিয়ে। এখন দেখছি, যারা জয় বজরংবলি বলে তাঁদেরও সহ্য করতে পারছে না ওরা। বজরংবলিকে বন্দি করতে চাইছে ওরা।”

এদিন প্রকাশ করা কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে, ‘আইন ও সংবিধান গুরুত্বপূর্ণ। কোনও ব্যক্তি বা পিএফআই, বজরং দলের মতো সংগঠন এটাকে ভঙ্গ করতে পারে না। যারা জাতপাত বা ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে ঘৃণা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে। কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় এলে সেই সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করা হবে।

ইস্তেহারে আরও বলা হয়েছে, ‘বর্তমান কর্ণাটকে বিজেপি সরকারের সমস্ত জনবিরোধী আইন বাতিল করা হবে।’