Tuesday, May 21, 2024
FEATUREDদেশ

রাস্তার কুকুর-বিড়ালকে মারলে ৭৫ হাজার টাকা জরিমানা, ৫ বছর পর্যন্ত জেল, আইন আনছে কেন্দ্র

নয়াদিল্লি: সম্প্রতি কুকুরকে বিষ খাইয়ে হত্যা কিংবা পিটিয়ে মেরে ফেলার একাধিক ঘটনা সামনে এসেছে। এবার পশুদের উপর অত্যাচার রুখতে আইনের পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। রাস্তার পশুদের উপর অত্যাচার করলে এবার গুনতে হতে পারে ৭৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা। এমনকি হতে পারে ৫ বছর পর্যন্ত জেলও। পুরনো আইনে সংশোধনের কথা ভাবছে কেন্দ্র।

আগের আইনে রাস্তার কুকুর-বিড়ালের উপর অত্যাচার কিংবা পিটিয়ে মেরে ফেললে ক্ষেত্র বিশেষে ৫০ টাকা জরিমানা দিয়েই ছাড় পাওয়া যেত। ৬০ বছরের পুরনো সেই আইনের বদল আনতে চলেছে কেন্দ্র।

নতুন আইনের খসড়ায় ৩ ধরনের হিংসার উল্লেখ থাকছে। স্বল্প আঘাত, আঘাতের ফলে শরীরের ক্ষতি এবং আঘাতের কারণে মৃত্যু। পশুদের আঘাত করলে জরিমানা ৭৫০ টাকা থেকে শুরু ৭৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ক্ষেত্র বিশেষে অপরাধীকে পশুটির মূল্যের ৩ গুণ অর্থ জরিমানা দিতে হতে পারে। পশুটির মৃত্যু হলে অপরাধীরর কারাদণ্ড হতে পারে।

রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখর পুরনো আইন সংশোধনের এই প্রস্তাব পেশ করেন। বর্তমান আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ছাড়া পেয়ে যান বলে মনে করছেন পশুপ্রেমীরা। বিশেষত গত বছর কেরলে বিস্ফোরক ভর্তি আনারস খাইয়ে এক গর্ভবতী হাতির মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসে গোটা দেশ। তাই এবার বিষয়টি নিয়ে এগিয়ে আসল কেন্দ্রীয় সরকার।

উল্লেখ্য, বর্তমানে দেশের বিভিন্ন আদালতে মোট ৩১৬টি পশু নির্যাতন কিংবা হত্যার মামলা চলছে। সুপ্রিম কোর্টে রয়েছে ৬৪টি মামলা।