Saturday, May 18, 2024
দেশ

টুইটারযুদ্ধে কংগ্রেস-বিজেপি

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোবাইলঅ্যাপ ‘NaMo’র মাধ্যমে দেশের সাধারণ জনগণের তথ্যাদি পাচার করে দিচ্ছে তৃতীয় কোনো পক্ষের কাছে। এমনই অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। এবং এর জবাবে বিজেপিও পাল্টা দাবি তুলেছে, মার্কিন কোম্পানির কাছে কংগ্রেসও ভারতীয়দের তথ্য বেহাত করেছে। উভয়পক্ষই পরস্পরের অভিযোগ অস্বীকার করেছে।

এরই মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করে ‘ডিলিট নমোঅ্যাপ’ প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস সমর্থকরা। সেই প্রতিবাদেই শামিল হয়েছেন রাহুল। তিনি টুইটারে ব্যাঙ্গাত্মক বার্তা টুইট করেছেন, হাই! আমার নাম নরেন্দ্র মোদী। আমি দেশের প্রধানমন্ত্রী। আপনি যখনই আমার অফিসিয়াল অ্যাপ নরেন্দ্র মোদীতে সাইনআপ করবেন, ঠিক সেই সময়ই আমি আপনার ব্যক্তিগত তথ্য আমেরিকান সংস্থার কাছে ফাঁস করে দেব’।

এর পরই রাহুলকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী কেজে আলফনস। তিনি বলেন, সাদা চামড়ার লোকেদের সামনে নগ্ন হতে লজ্জা নেই? আমেরিকায় যেতে হলে ভিসার জন্য ব্যক্তিগত তথ্য দিতে হয়।