Monday, May 6, 2024
দেশ

অস্ত্র নিয়েই রামনবমীর মিছিল করবে বিজেপি : দিলীপ ঘোষ

কলকাতা: রামনবমীকে ঘিরে বাকযুদ্ধে পারদ চড়ছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির। রাম নবমীতে অনুমতি না দিলে অস্ত্র নিয়ে মিছিল নয়। জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশকেই কড়া চ্যালেঞ্জ জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, গদা নিয়ে রাস্তায় নামব, দেখি কী হয়।

বিজেপির ১০ নেতা-নেত্রীকে ১০ টি জায়গায় রামমবমীর অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ(আরএসএস)। সেই তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা-সহ আরও আটজন।

গতবছর রামনবমীর মিছিলকে কেন্দ্রকে তুমুল সংঘাত বেঁধেছিল দুই রাজ্যের দুই রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে। মিছিলে অস্ত্রের ব্যবহার নিয়ে বিতর্কও হয়েছিল। এর আগে রাজ্যে রাম নবমী কোনওদিনই উৎসবের আকার নেয়নি। তবে গতবছরে মিছিলে বিজেপি নেতাদের হাতে অস্ত্র দেখা গিয়েছিল। এবছরও হাতে অস্ত্র থাকবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, অস্ত্র নিয় রামনবমী পালন যাদের ধর্মীয় ঐতিহ্য, তাদের তা থেকে কী ভাবে বিরত করা যাবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তবে রামনমবীকে বিজেপি মুক্ত করতে আগে ভাগেই সতর্কতা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন যাতে তাঁরা পাড়ায় পাড়ায় রামনবমী পালন করেন। বিজেপিকে টেক্কা দিতে রামনবমী পালনের প্রস্তুতিও অনেক জায়গায় করে ফেলেছে তৃণমূল।