Sunday, October 5, 2025
Latestদেশ

২৭ সেপ্টেম্বর BSNL-এর 4G পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। শনিবার থেকে দেশব্যাপী 4G পরিষেবা চালু করতে চলেছে BSNL। ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ওড়িশার ঝারসুগুদা থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হবে এই পরিষেবার।

একযোগে সারা দেশেই শুরু হবে BSNL–এর এই হাইস্পিড 4G নেটওয়ার্ক। সংস্থার প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন, প্রাথমিকভাবে ৯৮,০০০টিরও বেশি এলাকায় এই পরিষেবা চালু করা হবে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রচার শুরু করেছে BSNL, যেখানে বলা হয়েছে— “তৈরি হও ভারত। 27 সেপ্টেম্বর একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে স্বদেশী ডিজিটাল ইন্ডিয়ার।”

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও সোশ্যাল মিডিয়ায় এই উদ্যোগকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন। সংস্থার দাবি, উৎসবের মরসুমে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনবে এই উদ্যোগ।

গ্রাহক পরিষেবা ও সিম আপগ্রেড

নতুন 4G পরিষেবার সুবিধা পেতে গ্রাহকদের e-KYC সম্পন্ন করতে হবে। এরপর স্থানীয় গ্রাহক পরিষেবা কেন্দ্র বা অনুমোদিত রিটেলারদের কাছ থেকে সহজেই পাওয়া যাবে নতুন 4G সিম। শুধু তাই নয়, BSNL–এর 4G সিম এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভবিষ্যতে ঝামেলা ছাড়াই সেটিকে 5G–তে আপগ্রেড করা যায়।

5G পরিষেবার পরিকল্পনা

এর আগে দিল্লিতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে BSNL–এর 4G নেটওয়ার্ক। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষের দিকে দিল্লি ও মুম্বাইতে চালু হবে BSNL–এর 5G পরিষেবা। আর সেটি কার্যকর হলে অন্তত ৯ কোটি মানুষ উপকৃত হবেন।

সব মিলিয়ে, সরকারি টেলিকম সংস্থা BSNL–এর এই 4G পরিষেবার সূচনা ভারতের ডিজিটাল যাত্রায় এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।