Monday, April 29, 2024
রাজ্য​

পশ্চিমবঙ্গের কলাইকুন্ডাতে ভারত ও মার্কিন বায়ুসেনার যৌথ মহড়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার থেকে ৩ দিন ব্যাপী ভারত ও আমেরিকার বায়ুসেনার যৌথ মহড়া শুরু হয়েছে। তিনটি এয়ারফোর্স স্টেশনে (Air Force Station) চলছে এই যৌথ মহড়া। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলাইকুন্ডাও। মঙ্গলবার, বুধবার এবং বুধবার কলাইকুন্ডাতে (Kalaikunda) হয়েছে ভারত ও মার্কিন বায়ুসেনার যৌথ মহড়া।


এই মহড়ায় অংশ নিয়েছিল মার্কিন বি১বি বোম্বার্স (US B1B Bombers), এফ-১৫ ফাইটার্স ৯ (F-15 fighters) এবং ভারতের সুখোই ইসইউ-৩০ এমকিআই (India’s Sukhoi SU-30 MKI), রাফায়েল (Rafale), লাইট কমব্যাট এয়ারক্র্যাফট তেজস (Light Combat Aircraft Tejas) ও জাগুয়ার জেটস (Jaguar jets)। বৃহস্পতিবার দু’দেশের বিমান বাহিনীর এই যৌথ মহড়া শেষ হবে।