Thursday, April 18, 2024
দেশ

বড় সুখবর, ৪০ হাজারেরও বেশি ফ্রেশার নিচ্ছে TCS

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাশিয়া- ইউক্রেন যুদ্ধ, আমেরিকা এবং ইউরোপের আর্থিক মন্দা, মুদ্রাস্ফীতির সময়ে বিশ্বজুড়ে আইটি সেক্টরে ছাঁটাই চলছে। এই পরিস্থিতিতে বড় সুখবর দিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস(TCS)। ৪০ হাজারেরও বেশি ফ্রেশার নিয়োগ করবে বলে জানিয়েছে টিসিএস। যা তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বড় খবর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

টিসিএসের মানব সম্পদ উন্নয়ন দফতরের প্রধান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা প্রতিভা বিকাশের ক্ষেত্রেও দ্বিগুণ হয়েছি। প্রত্যেক বছরে প্রায় ৫৩ হাজার ক্লাউড সার্টিফিকেশন প্রাপ্ত করে। হাইপারস্কেলার প্ল্যাটফর্মে মোট ১,১০,০০০-এরও বেশি কর্মীকে নিয়োগ করা হয়েছে।’

টেক সেক্টরে নিয়োগের মন্দার মধ্যেও ২০২৩-২৪ অর্থবর্ষে ৪০ হাজার ফ্রেশারকে নিয়োগ করবে বলে জানিয়েছে TCS।