Saturday, May 4, 2024
কলকাতা

হাওড়ায় অশান্তি অব্যাহত, ১৪৪ ধারা জারি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে ঘিরে উত্তপ্ত হাওড়া। যার জেরে কড়া পদক্ষেপ নিল পুলিশ। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কড়া হুঁশিয়ারি, কোনও অশান্তি রেয়াত করা হবে না। এরপরেই বিশাল পরিমাণ পুলিশ ফোর্স নামানো হয়েছে।

পাশাপাশি, শুক্রবার দুপুরে নতুন করে ওই এলাকায় নতুন করে ঝামেলা শুরু হয়। এই পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করে পুলিশ।

হাওড়া পুলিশ মাইকিং করে জানিয়েছে, ২-৩ জনের বেশি ব্যক্তি এক জায়গায় জড়ো হলে তৎক্ষণাৎ পুলিশ গ্রেফতার করবে। সমস্ত মানুষজনকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল পরিমাণে পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।