Thursday, May 2, 2024
দেশ

ভুয়ো পাসপোর্ট বানিয়ে দীর্ঘদিন ভারতে বসবাস, পুনেতে পাকড়াও পাকিস্তানি যুবক মহম্মদ আমন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নকল কাগজপত্র দিয়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করে দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন এক পাকিস্তানি নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে ২২ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করেছে পুনে সিটি পুলিশের বিশেষ দল। বুধবার ঘটনাটি ঘটেছে পুনের ভবানী পেট এলাকায়।

পুনে পুলিশ জানিয়েছে, ভবানী পেট এলাকা থেকে মহম্মদ আমন আনসারি নামে একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই পাক নাগরিক ২০১৫ সাল থেকে অবৈধভাবে ভবানী পেট এলাকায় বসবাস করে আসছে। ধৃতকে জেরা করে জানা গেছে, সে নকল কাগজপত্র ব্যবহার করে নিজের নামে ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিল।


ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ৪২০, ৪৬৮ ও ৪৭১ ধারা আর পাসপোর্ট আইন ও ১৯৭৬ সালের ফরেনার্স আইনের ১৪ নম্বর একটি মামলা দায়ের করা হয়েছে।