Monday, April 29, 2024
দেশ

সুরেশ চাভাঙ্কের বিরুদ্ধে এক দিনে দুটি শুনানি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৬০ হাজারেও বেশি বিচারাধীন মামলা রয়েছে। সে সব ফেলে শুক্রবার সুপ্রিম কোর্ট সুরেশ চাভাঙ্ককে নিয়ে দুটি মামলার শুনানি করেছে। সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং গ্রেপ্তারের দাবি করেছে।

আদালত নির্দেশ দিয়েছে, দিল্লি পুলিশকে দুই সপ্তাহের মধ্যে মামলার অগ্রগতি নিয়ে প্রতিবেদন দাখিল করতে হবে। এই বিষয়ে চার্জশিট দাখিল করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এখানেই প্রশ্ন উঠছে, যারা হিন্দুধর্ম, হিন্দু দেবদেবী, এমনকি যারা সন্দেহজনক বিচ্ছিন্নতাবাদী, উস্কানিমূলক রাষ্ট্রদ্রোহমূলক মন্তব্য করে যেমন- ওয়াইসি, আমানতুল্লাহ খান, মহম্মদ জুবায়ের, মুন্নাভার রানা, তৌকীর রাজা খান, শারজিল ইমাম, তসলিম রহমানি, মাওলানা সাজিদ রশিদ, ইলিয়াস শরফুদ্দিন, জাকির নায়েক এদের নিয়ে শীর্ষ আদালত এতটা মাথা ঘামায় কী?

বিস্তারিত পড়ুন: Bharat Voice