Tuesday, April 30, 2024
সম্পাদকীয়

পেট্রোলে কেন GST নয়?

বহুবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আমাদের l টিভিতে, সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পত্রিকায় এর ব্যাখ্যা দিয়েছিl কিন্তু বোঝাতে পারিনি অধিকাংশ সময়েইl ভুল বোঝানো যতটা সহজ, সত্য বোঝানো ততটাই দুরূহl এবার শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বাংলাদের দেউলিয়া হতে বোঝানো সুবিধা হবে আশাকরিl
পৃথিবীর কোনো দেশ সব বিষয়ে আত্মনির্ভর নাl এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রও নাl প্রত্যেক দেশ বৈদেশিক বাণিজ্য থেকে বা শেয়ারে বাজার থেকে ডলার আয় করেl আর বিদেশ থেকে বিভিন্ন পণ্য ও পরিষেবা কেনার জন্য সেটা খরচ করেl যেমন আমরা পেট্রোলিয়াম দ্রব্য, গ্যাস, ভোজ্য তেল, সোনা ইত্যাদি আন্তর্জাতিক বাজার থেকে কিনিl বিদেশী মুদ্রার ভান্ডার শেষ হলে, না আমরা বিদেশে বাচ্চাদের পড়াতে পাঠাতে পারবো, না পাবো বেশ কিছু অসুধ ইত্যাদিl
তাই সরকার চায় মানুষ পেট্রোল ডিজেল কম খরচ করুকl কারণ সবচেয়ে বেশী বিদেশী মুদ্রা খরচ হয় এই পেট্রোল কিনতেইl আজ সরকার ইচ্ছে করলেই পেট্রোলের দাম 40 টাকা কমিয়ে দিতে পারে l তাতে সরকারের রাজস্ব কমবে ঠিকl কিন্তু আরও বড় ক্ষতি হবে যখন মানুষ চার গুন পেট্রোল ডিজেল কিনবেl আর সরকারের এই খাতে চার গুন বিদেশী মুদ্রা খরচ হবেl যা আমাদের প্রতিবেশীদের হয়েছে l নাক কান মূলে তারা এখন দাম বাড়াচ্ছেl সঙ্গে IMF থেকে ধার করছে ট্রিলিয়ন ডলারেl এই ডলার চোকাতে হবে গরিব মানুষকেই l কম দামে জ্বালানি দিয়ে মানুষকে খুশি করে ক্ষমতায় থাকা নেতাদের নাl আর সেই জন্যই যে সব দেশের জিডিপি আমাদের কাছাকাছি ( জার্মানি, জাপান, ইংল্যান্ড বা ফ্রান্স ) অথচ লোকসংখ্যা আমাদের চেয়ে অনেক কম, তারাও একই দামে তেল কিনে মোটামুটি আমাদের দামেই তাঁদের জনতাকে দিচ্ছেl আর যারা দাম কমিয়েছে, তারা আজ রাস্তায়l
আজ বিদেশী মুদ্রার জন্য শ্রীলংকা, বাংলাদেশ এবং পাকিস্তান IMF এর দরজায়l আর ভারত? সারা পৃথিবীতে ডলারের তুলনায় সব চেয়ে কম মুদ্রার অবমূল্যায়ন হয়েছে ভারতীয় টাকারl গত কয়েকদিনে টাকার দাম ডলারের সাপেক্ষে বেড়েছেও l বাকীরা যখন ডলার ভিক্ষা করছে, আমাদের সরকার তখন সিদ্ধান্ত নিয়েছে $100 বিলিয়ন বাজারে ছেড়ে দেবে, টাকার দাম বাড়ানোর জন্য l অতিমারীর সময় পেট্রোল ডিজেলের দাম না কমানোর সিদ্ধান্ত ভারতবাসী মেনে নেয়l আজ তাই আমরা আমাদের প্ররিবেশীদের মত রাস্তায় বসিনিl আজ আমাদের জ্বালানির দামও বাড়াতে হচ্ছে না।
(লেখক: সুদীপ্ত গুহ। মতামত লেখকের নিজস্ব)