Sunday, May 5, 2024
দেশ

সুন্দরী মহিলা ভূতের ভয়ে গ্রামছাড়া পুরুষরা

হায়দরাবাদ: ‘সুন্দরী মহিলা ভূতের’ উপদ্রবে ঘরছাড়া গ্রামের ৬০টি পরিবার। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নির্মল জেলার কাশীগুরা গ্রামে। বাকি বাড়িগুলি থেকেও পুরুষ সদস্যরা পলাতক। কারণ, সেই ভূতের মূল আকর্ষণ নাকি গ্রামের পুরুষরাই। পুরুষশূন্য গ্রামে রয়েছেন শুধু মহিলারাই।

জানা গেছে, গ্রামটিতে ৬০ পরিবারের বসবাস। তারা মূলত পাথর কেটে ও ভেঙে জীবিকা নির্বাহ করে। গ্রামটি এখন প্রায় জনশূন্য। সবাই নিরাপদ স্থানে চলে গেছে। বেশির ভাগ বাড়িতে তালা মারা এবং ‘ভূত’ না তাড়ানো পর্যন্ত কেউ ফেরার সাহস করছে না। সবুজ ছোট্ট গ্রামটি ভুতুড়ে স্থানে পরিণত হয়েছে।

গ্রামের এক বাসিন্দার দাবি, ”মানুষের বেশে প্রথমে আর্বিভাব হচ্ছে সেই ভূতের। তারপরই নিজের রূপ ধারণ করছে সে।”

নির্মল জেলার পুলিশ জানিয়েছে, ভূতের ভয় তেলঙ্গানার বিভিন্ন গ্রামে নতুন কিছু নয়। মাঝেমধ্যেই এই ধরনের খবর মেলে। তারপর নানাভাবে বুঝিয়ে ভয় কাটিয়ে বাসিন্দাদের আশ্বস্ত করতে হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবারও তেমনই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে সাম্প্রতিক কালে এই প্রথম অশরীরী আতঙ্কে গ্রামের এতজন মানুষ নিজের জায়গা ছেড়ে পালিয়েছে। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।