Tuesday, April 30, 2024
কলকাতাদেশ

ধর্মরক্ষার জন্য উত্তরপ্রদেশে দুই লক্ষ যোদ্ধা প্রস্তুত করছে বিশ্ব হিন্দু পরিষদ

উত্তরপ্রদেশে বজরং দলের প্রায় দুই লক্ষ যুবক সদস্যকে ধর্মযোদ্ধা হিসেবে গড়ে তুলবে বিশ্ব হিন্দু পরিষদ। এ জন্যে আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ২৫ তম বার্ষিকীতে তাদের ‘ত্রিশূল দীক্ষা’ দেওয়া হবে। টাইমস অফ ইন্ডিয়া প্রত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গিয়েছে।

পশ্চিম উত্তরপ্রদেশে বিশ্ব হিন্দু পরিষদের ‘ধর্ম প্রসার’ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব রাকেশ ত্যাগি জানান, এই ‘যোদ্ধা’রা হিন্দু ধর্মকে রক্ষা করবে। কেউ মন্দির ভাঙার চেষ্টা, হিন্দু ধর্মের ওপর আক্রমণ, গো হত্যা করলে বা লাভ জেহাদের পথে হাঁটলে, তাদের মোকাবিলা করবে এই ‘যোদ্ধা’রা।

রাকেশ ত্যাগী দাবি করেন, ত্রিশূল অস্ত্র হিসেবে চিহ্নিত নয়। তাই হিন্দু ধর্ম রক্ষার কাজে তা ব্যবহার করা যাবে। নিজেদের ধর্মকে রক্ষা করতে হিন্দু যুবকদের এগিয়ে আসার সময় এসেছে বলেও জানান তিনি।

বজরং দলের জাতীয় আহ্বায়ক মনোজ ভার্মা বলেন, আগামী ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত সময়ে নিয়োগ অভিযান সম্পূর্ণ হওয়ার পর সংগঠনের কয়েকটি শাখা ত্রিশূল দীক্ষা কর্মসূচীর পরিচালনা করছে।