Tuesday, April 30, 2024
আন্তর্জাতিক

মুসলিমপ্রধান দেশ তাজিকিস্তানে নিষিদ্ধ করল হিজাব

মোট জনসংখ্যার ৯৮ শতাংশ মুসলিম প্রধান তাজিকিস্তানে নিষিদ্ধ করল হিজাব। হিজাব অত্যন্ত বিপজ্জনক একটি পোশাক সে জন্যেই সমগ্র দেশ জুড়ে বাতিল করা হল হিজাব।

দেশটিতে মুসলিম মহিলাদের যাতে আর হিজাব পরতে না পারে সেজন্যে এই নির্দেশিকার স্বপক্ষে আইনসভায় বিলও হয়েছে তাজিকিস্তানের আইনসভায়।

দেশটির সংস্কৃতি মন্ত্রী শামসিদ্দিন ওরামবেকজোদার জানান, “ইসলামিক পোশাক অত্যন্ত বিপজ্জনক। হিজাব পরিহিত মহিলাদের দিকে সাধারণ মানুষ সন্দেহ এবং আতঙ্কের দৃষ্টিতে তাকিয়ে থাকে। যা মহিলাদের পক্ষে অত্যন্ত অপমানজনক।”

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মুসলিমপ্রধান দেশ হলেও তাজিকিস্তান ধর্মনিরপেক্ষ। তবে হিজাব নিষিদ্ধ হলেও, মহিলাদের তাজিকিস্তানের ঐতিহ্যশালী পোশাক পরা আবিশ্যিক।