Monday, May 6, 2024
দেশ

ধর্ষণ মামলায় রাম রহিমের ১০ বছরের কারাদণ্ড

রোহতক, ২৮ অাগস্ট : ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত বাবা রাম রহিম সিংকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে CBI-এর বিশেষ আদালত৷

দুটি ধর্ষণের অপরাধে স্বঘোষিত ধর্মগুরু বাবা রাম রহিমকে বিচারক জগদীপ সিং ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনালেন৷ সাজা ঘোষণার পরপরই রাম রহিম শরীর খারাপ হওয়ার নাটক করা শুরু করেন। তবে ঘটনাস্থলে উপস্থিত ডাক্তারের পরীক্ষায় কোন রকম অসুস্থতা ধরা পড়েনি।

সাজা ঘোষণার পর আদালত কক্ষ থেকে বেরোতে অস্বীকার করে রাম রহিম। তবে শেষ পর্যন্ত টেনে হিঁচড়ে তাকে রুম থেকে বের করে নিয়ে আসা হয়।

৩৭৬, ৫০৬, ৫০৯, ৫৩৬ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন বাবা রাম রহিম সিং৷

রাম রহিমের ১০ বছরের সাজা ঘোষণার পর টুইটার বার্তায় বাবা রামদেব আদালতের এই রায়কে স্বাগত জানান। তিনি বলেন, আইনের হাত থেকে নিস্তার নেই, প্রমাণ হলো। নজির তৈরি করল আদালত।