Thursday, May 9, 2024
আন্তর্জাতিক

বিশ্বের ১৩৪ দেশ থেকে পাঁচ লক্ষাধিক পাকিস্তানি বিতাড়িত

ইসলামাবাদ:  ভারত, চীন, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১৩৪টি দেশ থেকে পাঁচ লক্ষাধিকের বেশি পাকিস্তানিকে বের করে দেয়া হয়েছে৷  সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে৷

২০১২ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত এই সমস্ত দেশগুলির উপর সমীক্ষা চালানো হয়েছে। গত পাঁচ বছর ধরে চালানো সমীক্ষায় দেখা গিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ ছাড়াও লাওস, টোগো, পোর্ট লুইস, লাইবেরিয়া, গিনি এবং মালওয়ি থেকে পাকিস্তানিদেরকে রীতিমত ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, গত পাঁচ বছরে মোট ৫,৪৪,১০৫ জন পাকিস্তানিকে বিতারিত করে বিশ্বের মোট ১৩৪টি দেশ। এদের মধ্যে ২০১২ সালে প্রায় ৭১ হাজার, ২০১৩ সালে প্রায় ৮০ হাজার, ২০১৫ সালে প্রায় ১১লক্ষ, ২০১৬ সালে প্রায় ১১ লক্ষ এবং চলতি বছরে জুন মাস পর্যন্ত ৮৮ হাজার পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে।

গত ৫ বছরে চিন থেকেও ২৪০ জন পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। এদের মধ্যে চলতি বছরে গত জুন মাস অবধি ১৩ জনকে বিতাড়িত করা হয়েছে। এতগুলো দেশ থেকে পাকিস্তানিদের তাড়ানোর কারণগুলি হিসাবে ইনটেরিয়ার মিনিস্ট্রির তরফে জানানো হয়, ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়া কিংবা হারিয়ে যাওয়া, অবৈধভাবে ভিসার মেয়াদ বাড়ানো এবং অবৈধ অনুপ্রবেশ করার কারণে এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানি বিতাড়িত করার ক্ষেত্রে তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই তালিকায় ২য় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ৩য় রয়েছে ওমান। একইসঙ্গে ব্রেক্সিটের সদস্য নয় ইউরোপীয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে গ্রিস।

ভারত ২০১২ সালে ১২ জন, ২০১৩ সালে ৬ জন, ২০১৪ সালে ১৩ জন, ২০১৫ সালে ১০ জন ও ২০১৬ সালে ৫ জন, ২০১৭ সালের জুন মাস পর্যন্ত ৩ জন পাকিস্তানি নাগরিককে দেশে ফেরত পাঠায়।