Wednesday, April 17, 2024
আন্তর্জাতিক

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল মালদ্বীপ

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর হত্যাযজ্ঞের অভিযানে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নিপীড়নের নিন্দা জানিয়ে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ।

গত সোমবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক চুক্তি ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার।

মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানায় মালদ্বীপ। বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যাযজ্ঞে বন্ধে করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নৃশংসতার অভিযোগ তদন্ত করার জন্য মালদ্বীপ সরকার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ জানাচ্ছে।