Friday, July 18, 2025
দেশ

কাশ্মীরে ২ ভিনরাজ্যের শ্রমিককে গুলি করে হত্যা করলো জঙ্গিরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের রক্তাক্ত উপত্যকা। এবার জঙ্গিদের নিশানায় পরিযায়ী শ্রমিকরা। রবিবার জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হলো ভিনরাজ্যের দুই শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও একজন। কুলগামের ওয়ানপো এলাকায় এই ঘটনা ঘটেছে।

এই ঘটনার পর গোটা এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। জম্মু-কাশ্মীর পুলিশ টুইটে জানিয়েছে, ওয়ানপোতে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গীরা। তাতে ২ জন শ্রমিক নিহত হয়েছেন। মৃতরা ভিন রাজ্যের। একজন আহত হয়েছেন। পুলিশ এবং সুরক্ষা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখেছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে শনিবার জঙ্গিদের গুলিতে দু’জনের প্রাণ হারিয়েছে। তাঁরাও জম্মু-কাশ্মীরের বাসিন্দা নন। তাদের মধ্যে একজন বিহারের ফুচকা বিক্রেতার ছিলেন। অন্যজন বিহারের বাসিন্দা।

পুলিশ আধিকারিকরা মনে করছেন, জঙ্গিরা ভিন রাজ্য থেকে আগতদের উপত্যকা ছাড়া করতে চাইছেন। সেজন্য বেছে বেছে তাঁদেরকে টার্গেট করা হচ্ছে। চলতি মাসে এখনও পর্যন্ত ১১ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫ জন ভিনরাজ্যের।


2 non-locals were killed and 01 injured in Kulgam

Also Read:

 

 

 

 

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।