Saturday, April 20, 2024
কলকাতা

পুর ভোটে কতগুলি আসন পেতে পারে বিজেপি? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার সকাল থেকে কোথাও বোমাবাজি, কোথাও মারামারি, কোথাও আবার সিসিটিভি ঢেকে দিয়ে দেদারে চললো ছাপ্পা ভোট। সবমিলিয়ে বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে শেষ হল কলকাতা পুরভোট। তবে কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা? কোন দল কতগুলি আসন পেতে চলেছে?

বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, ১৪৪ আসনের কলকাতা পুরভোটে ১৩১ টি আসন পেয়ে বড় জয় পেতে চলেছে তৃণমূল। অন্যদিকে, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি পেতে পারে ১৩ টি আসন। বাম, কংগ্রেস খাতা খুলতে পারবে না।

শতাংশের বিচারে তৃণমূল পেতে পারে ৫৯ শতাংশ ভোট। বিজেপি ২৮ শতাংশ, কংগ্রেস ৬ শতাংশ, সিপিআইএম ৫ শতাংশ এবং বাকিরা ২ শতাংশ ভোট পেতে পারে।

উল্লেখ্য, ২০১৫ সালের কলকাতা পুরভোটে তৃণমূল পেয়েছিল ১১৩টি আসন। বিজেপি ৭টি, কংগ্রেস ৫টি আসন এবং সিপিআইএম পেয়েছিল ১৬টি আসন।

প্রসঙ্গত, কলকাতা পুরভোটে মোট আসন সংখ্যা ১৪৪টি। ম্যাজিক ফিগার ৭৩।