Thursday, March 28, 2024
দেশ

ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন আনুক কেন্দ্র, দেশজুড়ে ধর্মরক্ষা অভিযানের ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জেহাদ বা বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণ রুখতে আইন প্রণয়ন করুক কেন্দ্রীয় সরকার। এমনটাই দাবি করে দেশজুড়ে ধর্মরক্ষা অভিযানের ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ। শনিবার এই ডাক দিয়েছেন সংগঠনটির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সুরেন্দ্র কুমার।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সামনেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। ভোটের আগে মেরুকরণ করে ফায়দা তুলতেই বিশ্ব হিন্দু পরিষদের এই কর্মসূচি।

সংগনটির যুগ্ন সাধারণ সম্পাদক ডা. সুরেন্দ্র কুমার জানান, ২০ ডিসেম্বর থেকে তাঁদের কর্মসূচি শুরু হবে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর শঙ্খধ্বনির মাধ্যমে কর্সসূচির সূচনা হবে। ২৩ তারিখ পালিত হবে ‘ধর্মরক্ষা দিবস’। দেশব্যাপী র‌্যালি, হোর্ডিং-পোস্টার সাঁটানো ও লিফলেট বিলি করা হবে।

সুরেন্দ্র কুমার দাবি জানান, ধর্মান্তকরণ রুখতে আইন প্রণয়ন করুক কেন্দ্র। কারা ধর্মান্তকরণ করছে তাদের চিহ্নিত করা হোক।

উল্লেখ্য, বছর ঘুরলেই উত্তরপ্রদেশ, গোয়া, পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। ভোটের আগে হিন্দুত্ববাদী পালে হাওয়া লাগাতে বিশ্ব হিন্দু পরিষদের এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।