Saturday, April 20, 2024
আন্তর্জাতিক

বিতর্কের মাঝেই আরও ৫৫২ জন রোহিঙ্গাকে বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে পাঠালো বাংলাদেশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশ সরকার কক্সবাজার থেকে রোহিঙ্গাদের বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে (Bhasan Char) পাঠিয়ে দিচ্ছে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে। এর মধ্যেই অষ্টম দফায় কক্সবাজার থেকে বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে পাঠানো হলো আরও ৫৫২ জন রোহিঙ্গাকে। যার ফলে এ নিয়ে ভাসানচরে এখনও পর্যন্ত মোট রোহিঙ্গার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৯৫৭ জনে।

শনিবার বাংলাদেশ সময় দুপুর ১ টা ৩০ মিনিট নাগাদ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা তিমি’ ও ‘বানৌজা ডলফিন’ এই ৫৫২ জন রোহিঙ্গাকে (Rohingya) কক্সবাজারের উখিয়া-টেকনাফের আশ্রয়শিবির থেকে ভাসানচরে নিয়ে যায়।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় দায়িত্বে নিয়োজিত থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, অষ্টম দফায় ৫৫২ জন রোহিঙ্গাকে ভাসানচরের নিয়ে যাওয়া হয়েছে। আরও বেশ কিছু রোহিঙ্গার যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রায় ১৫৬টি রোহিঙ্গা পরিবার রয়েছে।

গত বছরের ৪ ডিসেম্বর থেকে কয়েক দফায় প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। এদিন অষ্টম দফায় ৫৫২ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হল।

উল্লেখ্য, মায়ানমার থেকে নির্যাতিত হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। বাংলাদেশে আশ্রয় নেওয়া এই সমস্ত রোহিঙ্গারা বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম জড়িয়ে পড়ছে। যার ফলে বেকাদায় পড়েছে বাংলাদেশ সরকার। তাই সমস্যা সমাধানে রোহিঙ্গাদের বিচ্ছিন্ন দ্বীপে পাঠিয়ে দেয়া হচ্ছে।