Thursday, April 25, 2024
খেলা

যোগী সরকারের থেকে ১.৫ কোটি টাকা পুরস্কার পেয়ে আপ্লুত মীরাবাই চানু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: টোকিও অলিম্পিকে রৌপ্য পদক বিজয়ী ভারোত্তোলক মীরাবাই চানুকে ১.৫ কোটি টাকা পুরষ্কৃত করল উত্তরপ্রদেশ সরকার। ভারতের জন্য রৌপ্য পদক জেতার জন্য লখনউয়ের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী একনা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মীরাবাইয়ের হাতে ১.৫ কোটি টাকার চেক তুলে দেন।

উত্তরপ্রদেশ সরকারের থেকে দেড় কোটি রুপি পুরস্কার পেয়ে কৃতজ্ঞ বলে জানিয়েছেন মীরাবাই। তিনি বলেন, এই ধরনের সম্মান পেয়ে কৃতজ্ঞ। আমরা আগে কখনও এমন স্বীকৃতি পাইনি, তাই এটি আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত।

মীরাবাই চানু টোকিও অলিম্পিকে ৪৯ কেজি ভারোত্তোলন বিভাগে রৌপ্য পদক জেতেন। টোকিও অলিম্পিকে ভারত ৭টি পদক জিতেছে। চারটি ব্রোঞ্জ, দুটি রৌপ্য এবং একটি স্বর্ণপদক।

টোকিও অলিম্পিকে মীরাবাই মোট ২০২ কেজি উত্তোলন করে রৌপ্য পদক জেতেন। চিনের হাউ ঝিহুইয়ের থেকে আট পয়েন্ট কম। তিনি সফলভাবে ৮৪ কেজি এবং ৮৭ কেজি উত্তোলন করেছিলেন, কিন্তু ৮৯ কেজি তুলতে ব্যর্থ হন। চিনের হাউ ঝিহুইয়ের পরে দ্বিতীয় স্থানে শেষ করেন।