Monday, April 29, 2024
দেশ

মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত ভারতের ‘বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হলো রাকেশ ঝুনঝুনওয়ালাকে। তাঁকে ভারতের ‘ওয়ারেন বাফে’-ও বলা হত। ২০২২ সালের ১৪ আগস্ট প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে মোট ৯১ জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। ভারতের শেয়ার বাজারের ‘বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালাও পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন।

রাকেশ ঝুনঝুনওয়ালা ৫,০০০ টাকা নিয়ে শেয়ার বাজারে পা রেখেছিলেন। তারপর ৪০,০০০ কোটি টাকার মালিক হয়ে উঠেছিলেন (ফোর্বসের হিসাব অনুযায়ী)।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়ে পড়াশোনা করেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। শেয়ার বাজারের প্রতি বরাবরই তাঁর অসীম আগ্রহ ছিল। সেই আগ্রহই পেশায় বদলে গিয়েছিল। RARE এন্টারপ্রাইজ (রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তাঁর স্ত্রী’র নামের প্রথম দুই অক্ষর অনুযায়ী) নামে একটি ব্যক্তিগত স্টক ফার্ম চালু করেছিলেন। বিগ বুলের একাধিক শেয়ার মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে।