Friday, April 26, 2024
দেশ

বছরের প্রথম দিনেই সুখবর, ১০ কোটিরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ নিধির টাকা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছরের প্রথম দিনেই দেশের কৃষকদের জন্য সুখবর। ১০ কোটি কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির দশম কিস্তির টাকা ঢুকলো।

২০২২ সালের প্রথম দিনেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দশম কিস্তিতে মোট ২০ হাজার কোটি টাকার বেশি দেওয়া হবে।

pmkisan.gov.in ওয়েবসাইটে লগইন করে এখনই দেখে নিন আপনি এই যোজনার টাকা পেয়েছেন কিনা। উল্লেখ্য, পিএম কিষাণ নিধি প্রকল্পে নাম থাকা কৃষকরা বছরে ৬০০০ টাকা করে পান। তিন কিস্তিতে ২০০০ করে এই টাকা দেওয়া হয়।

ইতিমধ্যেই দেশের ১১.৩৭ কোটি কৃষক এই যোজনার টাকা পেয়েছেন। নবম কিস্তি পর্যন্ত সব মিলিয়ে ১.৫৮ লাখ কোটি টাকা এই যোজনার মাধ্যমে কৃষকদের দেওয়া হয়েছে।

১৮ থেকে ৪০ বছর বয়সী কৃষকদের যাদের কমপক্ষে ২ হেক্টর চাষের জমি রয়েছে তাঁরা এই সুবিধা পান। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি এই প্রকল্প চালু করে নরেন্দ্র মোদী সরকার।