Thursday, April 18, 2024
কলকাতা

পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি বাংলাদেশ হতে চলছে: শুভেন্দু অধিকারী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে শুভেন্দু অধিকারী দাবি করলেন, ‘পশ্চিমবঙ্গের বাংলাদেশে পরিণত হতে আর বেশি দেরি নেই! খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ বাংলাদেশে পরিণত হবে।’

উল্লেখ্য, এর আগেও একাধিকবার পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে চলেছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বুধবার মহিষাদলের জগতপুরে হিন্দু জাগরণ মঞ্চের বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, ‘পশ্চিমবঙ্গের বাংলাদেশে পরিণত হতে আর বেশি দেরি নেই। একদিন বাংলাদেশে পরিণত হবে পশ্চিমবঙ্গ।’

বিরোধীদলীয় নেতা বলেন, ‘কপিলমুনি আশ্রমের প্রধান মহান্তকে আড়লে নিয়ে গিয়ে কিছু প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই মমতাকে আগামীর প্রধানমন্ত্রী বলে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।’ শুভেন্দু দাবি করেন, ‘আগামী দিনে সনাতনীদের জাগ্রত হতে হবে। না হলে কোনও উপায় নেই। ঐক্যবদ্ধ হতে হবে। এগিয়ে আসতে হবে সবাইকে।’

মঙ্গলবার কপিল মুনির আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্ত বলেন, ‘মমতাকে প্রধানমন্ত্রী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। মমতাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’ মমতাকে পাশে নিয়ে এই মন্তব্য করেন তিনি। জ্ঞানদাস মহান্তের এহেন মন্তব্যের পর আক্রমণ ধেয়ে এসেছে বিজেপির তরফ থেকে।

প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘রাজনীতি সম্পর্কে কোন জ্ঞান নেই জ্ঞানদাস মহান্তের।’ বঙ্গ বিজেপির আরও কটাক্ষ, ‘গোটা দেশের সাধুরা নতুন ভারতের স্বপ্ন দেখেছেন। জ্ঞানদাস মহান্ত আলাদা বলতেই পারেন। মমতা সরকার আশ্রমের অনেক কিছু দেয়। এটা তারই প্রতিফলন।’