Tuesday, April 23, 2024
বিনোদন

পুজোয় আসছে কাকাবাবুর ইয়েতি অভিযান, দেখুন ট্রেলার

কলকাতা ২০ আগস্ট: এবারের পুজোয় মুক্তি পাচ্ছে কাকাবাবু অর্থাত্‍ প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ইয়েতি অভিযান। আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। ২০১৩ সালে মিশর রহস্যের পর এবার ইয়েতি অভিযান ছবির মাধ্যমে বড়পর্দায় ফিরলেন বুম্বা দা।

ইন্দো-বাংলাদেশ প্রযোজনায় নির্মিত ‘ইয়েতি অভিযান’। এই ছবিতে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত, আরিয়ান ও প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়। এছাড়াও বাংলাদেশ থেকে রয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, অভিনেতা ফেরদৌস আহমেদ। ছবিটি কলকাতা, সিকিম, নেপাল, ভাঈজাগের আরাকুভ্যালী সহ সুইজারল্যান্ডের আল্পস পর্বতের ১০ হাজার ফুট উচ্চতার হিমবাহের উপর শুটিং করা হয়।

সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত পাহাড় চুড়ায় আতঙ্কের কাহিনী ঘটনা অবলম্বনে বানানো হচ্ছে ইয়েতি অভিযান ছবিটি।