Saturday, September 14, 2024
দেশ

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেললেই বিশ্বশান্তি সম্ভব: শিবসেনা

নয়াদিল্লি: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর শিবসেনার তরফে জানানো হয়েছে, একমাত্র পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান মুছে গেলেই একমাত্র বিশ্বশান্তি সম্ভব।

শিবসেনার তরফে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে না দেওয়া যায়, ততক্ষণ শান্তি সম্ভব নয়। পাকিস্তানের মতো দেশ শুধু ভারত নয় সমগ্র বিশ্বের জন্য বিপজ্জনক। সেখানে কোনও গণতন্ত্র নেই, তাই তাদের সেনা প্রধান সরকারের নামে ক্ষমতার অপব্যবহার করেছে বলেও শিবসেনার তরফে দাবি করা হয়েছে।

শিবসেনার তরফে আরও বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতে, সেদেশে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় না। তাহলে কি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ওই ক্যাম্পগুলি সাংস্কৃতিক কেন্দ্র ছিল। পাকিস্তান থেকে সন্ত্রাসবাদকে পুরোপুরি খতম করতে এই অভিযান চালিয়ে যেতে হবে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রক জানিয়েছে, পাকিস্তানে বসে জইশ ই মহম্মদ জঙ্গিরা ফের আত্মঘাতী হামলার পরিকল্পনা করছিল। এই সুনির্দিষ্ট তথ্য হাতে আসার পরই ভারত পাকিস্তানের ভিতরে তিনটি জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে।