Sunday, September 15, 2024
দেশ

পাইলটকে অক্ষত ফেরত পাঠানো হোক, পাকিস্থানকে কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি: পাক ভূমিতে ভেঙে পড়া মিগ ২১ যুদ্ধবিমানের পাইলট অভিনন্দন ভর্তমানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিদেশ মন্ত্রক। বর্তমানে পাক হেফাজতে থাকা অভিনন্দনের ‘দ্রুত ও নিরাপদ মুক্তি’র জন্য ব্যবস্থার কথা জানিয়েছে বিদেশ মন্ত্রক। একইসঙ্গে জেনেভা চুক্তির কথা স্মরণ করিয়ে যুদ্ধবন্দি অভিনন্দনকে নির্যাতন করা নিয়েও সতর্ক করা হয়েছে পাক সেনাকে।

বিদেশমন্ত্রকের তরফে বিৃবতি জারি করে বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনার জখম অফিসারের প্রতি পাকিস্তানের ঘৃণ্য মনোভাবের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ভারত। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের পুরোপুরি পরিপন্থী।

বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের প্রতি উপদেশ, তাদের হেপাজতে যেন ওই অফিসারের ক্ষতি না হয়। পাশাপাশি, ভারতের আশা, তাঁকে অক্ষত অবস্থায় তাড়াতাড়ি দেশে পাঠানো হবে।

প্রসঙ্গত, ধৃত ভারতীয় পাইলট অভিনন্দন ভর্তমানকে মারধরের বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছে পাক সেনা। পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে তার কড়া নিন্দা করেছে সাউথ ব্লকের আধিকারিকরা। মনে করিয়ে দেওয়া হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা চুক্তির। যেখানে যুদ্ধবন্দিদের সুবিধা উল্লেখিত।