Sunday, October 6, 2024
দেশ

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট, তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে আকাশপথে সংঘর্ষের সময় আটক হয়েছেন ভারতীয় বায়ু সেনার এক পাইলট। এই ঘটনার পর তিন বাহিনীর প্রধানকে নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

বৈঠকে সকলেই আশা প্রকাশ করেন যে ওই পাইলটকে দ্রুত এবং সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। সূত্রের খবর, বৈঠকে পাকিস্তানে আটক ওই পাইলটকে ফিরিয়ে আনার জন্য কী কী করা হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি যেভাবে ওই পাইলটের রক্তাক্ত ছবি ভাইরাল করা হচ্ছে তারও নিন্দা করেছে ভারত।

পাকিস্তানের বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতীয় পাইলটকে নিজেদের হেফাজতে রাখা হয়ছে। তখন এই দাবি নিয়ে সংশয় থাকলেও পরে সেটি মেনে নেয় নয়াদিল্লি।

এদিকে, মিগ-২১ বিমানের নিখোঁজ পাইলটের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল বিরোধী দলগুলি। পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের আত্মত্যাগ নিয়ে রাজনীতির করার অভিযোগ তুলল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ বিজেপি বিরোধী ২১টি দল।