Tuesday, April 23, 2024
খেলা

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের লোগোয় যৌনতা, বিশ্বজুড়ে বিতর্ক!

২০১৮ সালের ৯ থেকে ২৮ নভেম্বর লন্ডনে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের আসর বসছে। তবে প্রতিযোগিতা শুরুর এক বছর আগেই শুরু হয়ে গেছে বিতর্ক। সেই বিতর্কের নাম আসন্ন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের লোগো। আর এই লোগো নিয়ে উত্তাল গোটা বিশ্ব।

দাবা চ্যাম্পিয়নশিপের যে বিমূর্ত লোগো প্রকাশ করা হয়েছে, তাতে অত্যন্ত অশালীন ভঙ্গিতে দেখা গেছে দু’জনকে। অনেকেই যৌন আসনের আদল খুঁজে পেয়েছেন সেই লোগোয়। লোগোয় আঁকা ছেলেটি কৃষ্ণবর্ণের, মেয়েটি শ্বেত। পুরুষ ও নারীর হাতে বিপরীত রংয়ের গুটি রয়েছে।

এতেই দানা বেঁধেছে বিতর্ক। অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন খেলাধুলোয় এমন লোগো বানানো হলে, এর খারাপ প্রভাব পড়বে তরুণ প্রজন্মের উপরে। সব মিলিয়ে আয়োজকদের বিরুদ্ধে সমালোচনা তীব্র থেকে তীব্রতর হচ্ছে।

তবে কোনও সমালোচনা শুনতে নারাজ আয়োজকরা। তাদের যুক্তি, ‘‘চেকমেট নয়, দাবা হোক সোলমেট।’’ এবারের টুর্নামেন্টে এটাই নাকি স্লোগান। এই স্লোগানকে সামনে রেখেই তৈরি করা হয়েছে লোগো।

লোগোটি তৈরি করেছে মস্কোর এক স্টুডিও। আয়োজক সংস্থা জানিয়েছে, কোনও অবস্থাতেই লোগো পরিবর্তন করা হবে না।