Saturday, April 27, 2024
দেশ

ফাইটার স্কোয়াড্রনের ক্ষমতা বাড়াতে বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে ৮৩টি তেজস

নয়াদিল্লি: সামরিক শক্তিতে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ভারত। আর তারই জের ধরে ফাইটার স্কোয়াড্রনের ক্ষমতা বাড়াতে ৮৩টি তেজস কিনছে ভারত সরকার। ভারতের প্রতিরক্ষা খাতে তেজসের জন্য ৫০হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ মাসের মধ্যেই ভারতের হাতে আসতে চলেছে তেজস। ৮৩টি তেজসের মধ্যে ১০টি ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হবে। ডিফেন্স পিএসইউ হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের থেকে এই ফাইটার জেট কিনতে চলেছে ভারত।

সরকারি সূত্রে খবর, আগামী ১০ বছরের মধ্যেই মিগ২১, মিগ২৭, মিগ২৯ স্কোয়াড্রন থেকে সরে যেতে চলেছে। যে কারণে ২০২৭ সালের মধ্যে ৩৩ থেকে ১৯এ নেমে যাবে স্কোয়াড্রনের শক্তি। এছাড়া ২০৩২ এ স্কোয়াড্রনের ক্ষমতা আরও কমে ১৬তে হয়ে যেতে পারে৷ সেই কারণেই প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করতে এয়ারক্রাফ্ট কিনে আগে ভাগেই স্কোয়াড্রন আরও শক্তিশালী করছে ভারত।

উল্লেখ্য, এর আগে ৪০টি এয়ারক্রাফ্টের জন্য HAL-এর কাছে প্রস্তাব দিয়েছিল ভারতের এয়ার ফোর্স।