Saturday, October 12, 2024
দেশ

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করলো মোদী সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভার বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পেশ করলো কেন্দ্রের বিজেপি সরকার। নতুন সংসদ ভবনে অধিবেশনের প্রথম দিনে এই বিল পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

১২৮ তম সংবিধান সংশোধনী বিল, ২০২৩ এ বলা হয়েছে, লোকসভা এবং সমস্ত রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণের কথা। এর মধ্যে SC বা ST-দের জন্য আসনের এক-তৃতীয়াংশ এবং সাধারণ বিভাগে মোট আসনের এক-তৃতীয়াংশ ‘যতটা সম্ভব’ সংরক্ষিত থাকবে। 

বিলটি পাশ হলে প্রথম আদমশুমারির ভিত্তিতে আসন সংরক্ষিত হবে। এই আইনে শুরু থেকেই ১৫ বছরের জন্য মহিলাদের আসন সংরক্ষণকে বাধ্যতামূলক করা হয়েছে। সংসদকে এই সংরক্ষণ আরও বাড়ানো হবে।

এই বিল পাশ হয়ে গেলে, লোকসভায় মহিলা সাংসদের সংখ্যা হবে ১৮১ (মোট আসন ৫৪৩ টি)। যেখানে বর্তমানে সংসদে ৮২ জন মহিলা সাংসদ আছেন।